ইলিশে ভরে যাচ্ছে ফিশারীঘাট

টানা ৬৫ দিন সাগরে জাল ফেলতে পারেনি জেলেরা। নিষেধাজ্ঞা শেষে রোববার থেকে শুরু হয়েছে ইলিশ শিকার।

দীর্ঘদিন পর সাগরে মাছ ধরতে পেরে উৎসব চলছে জেলেদের মাঝে। সোমবার (২৫ জুলাই) সকালে নতুন ফিশারীঘাটে গিয়ে দেখা গেছে, রুপালি ইলিশ আসছে ট্রলারে ট্রলারে। এরপর সেগুলো মিনি ট্রাকে করে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছে আড়তে।

তবে পর্যাপ্ত ইলিশ ধরা পড়লে দামটা এখনও নাগালের বাইরে। প্রতি মণ ইলিশ বিক্রি হচ্ছে ২৫ হাজার থেকে ২৬ হাজার টাকায়।

ফিশারিঘাটে মাছ কিনতে আসা জামাল বলেন, সস্তায় ইলিশ পাবো বলে আগ্রাবাদ থেকে এখানে এলাম। কিন্তু দাম বেশি হওয়ায় কিনতে পারিনি।

এ ব্যাপারে আড়তদার বাবুল সরকার আলোকিত চট্টগ্রামকে বলেন, এখন ইলিশের একটু দাম বেশি। কয়েকদিন পর কমে যাবে।

এসআই/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!