ইলিশ আহরণ—আবারো ২২ দিনের মানা

আবারো ২২ দিনের জন্য ইলিশ মাছ আহরণ নিষিদ্ধ করেছে সরকার। আগামী ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত থাকবে এ নিষেধাজ্ঞা।

বুধবার (২২ সেপ্টেম্বর) এ তথ্য জানান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন।

মূলত ইলিশের উৎপাদন বাড়ানো এবং মা-মাছ যাতে আরো ডিম ছাড়তে পারে তাই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন : মাছ রপ্তানি করেই ৪ হাজার ২৫০ কোটি টাকা আয় সীতাকুণ্ডে

মো. ইফতেখার হোসেন বলেন, ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ প্রজনন ক্ষেত্রে মাছ আহরণ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সময় ইলিশসহ অন্যান্য মাছও আহরণ বন্ধ থাকবে। এ ২২ দিন দেশব্যাপী ইলিশ আহরণ, বিপণন থেকে শুরু করে ক্রয়-বিক্রয় এবং মজুতও নিষিদ্ধ থাকবে।

প্রতিবছর আশ্বিনের ভরা পূর্ণিমার আগে-পরে মিলিয়ে প্রায় ১৭ দিন হচ্ছে ইলিশের ডিম ছাড়ার উপযুক্ত সময়। এজন্য সরকার এ ২২ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে। এতে ইলিশের উৎপাদন যেমন বাড়বে, তেমনি আরো বেশি ডিম ছাড়বে মা-ইলিশ।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!