ইরাকে করোনা ওয়ার্ডে আগুন, নিহত অর্ধশতাধিক

ইরাকের একটি হাসপাতালের করোনা ওয়ার্ডে আগুনে পুড়ে অর্ধশতাধিক নিহত হয়েছেন।

সোমবার (১২ জুলাই) রাতে দেশটির দক্ষিণাঞ্চলীয় নাসিরিয়া শহরের আল হুসেইন হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গত তিন মাসে এ নিয়ে দ্বিতীয়বারের মতো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। তবে বেসামরিক প্রতিরক্ষা ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছেন।

মঙ্গলবার (১২ জুলাাই) সকালে ৫২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের মুখপাত্র হায়দার আল জামিলি নিশ্চিত করেন।

মেডিকেল সূত্র জানিয়েছে, অক্সিজেন ট্যাঙ্ক বিস্ফোরণে অগ্নিকাণ্ডের সূত্রপাত।

হায়দার আল জামিলি জানান, করোনা ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও ২২ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে অধিকাংশই আগুনে পুড়ে মারা গেছেন। কোভিড আইসোলেশন ওয়ার্ডে ৭০টি শয্যা ছিল।

এই ঘটনায় হাসপাতালের ম্যানেজার পদত্যাগ করেছেন বলে জানা গেছে।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় রোগীদের স্বজনরা ক্ষুব্ধ হয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় পুলিশের দু’টি গাড়িতে আগুন দেওয়া হয়।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!