আলোকিত চট্টগ্রামে প্রতিবেদন, সরানো হলো জামালখানের সেই ঝুঁকিপূর্ণ দেয়াল

অবশেষে ভেঙে ফেলা হলো চট্টগ্রামের জামালখান মোড়ের সেই ঝুঁকিপূর্ণ সীমানা দেয়াল। আলোকিত চট্টগ্রামে সংবাদ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই দেয়ালটি ভেঙে নতুন দেয়াল নির্মাণের কাজ শুরু করেছে ক্লিপটন গ্রুপ কর্তৃপক্ষ।

গত বুধবার (৮ জুন) ‘জামালখানে নান্দনিকতার আড়ালে মরণফাঁদ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ হয় আলোকিত চট্টগ্রামে। প্রতিবেদনটিতে জামালখান মোড়ে অবস্থিত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের প্রধান ফটক সংলগ্ন ক্লিপটন গ্রুপের একটি ঝুঁকিপূর্ণ সীমানা দেয়ালের মরণফাঁদে পরিণত হওয়ার বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়।

প্রতিবেদনটি প্রকাশ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ক্লিপটন গ্রুপ কর্তৃপক্ষকে সেই নড়বড়ে সীমানা দেয়ালটি ভেঙে ফেলার নির্দেশ দেন জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন।

আরও পড়ুন: জামালখানে নান্দনিকতার আড়ালে ‘মরণফাঁদ’

এদিকে ঝুঁকিপূর্ণ সেই দেয়ালটি ভেঙে ফেলেছে ক্লিপটন গ্রুপ কর্তৃপক্ষ। এছাড়া নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘিরে নির্মাণ করা হচ্ছে নতুন সীমানা দেয়াল।

এ বিষয়ে জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন আলোকিত চট্টগ্রামকে বলেন, বিপজ্জনক হয়ে উঠা দেয়ালটি সম্পর্কে আপনাদের মাধ্যমে জানতে পারার সাথে সাথেই দেয়ালটি ভেঙে ফেলার জন্য আমি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলাম। নির্দেশনা মতো ক্লিপটন গ্রুপ তাদের ঝুঁকিপূর্ণ সেই সীমানা দেয়ালটি ভেঙে নতুনভাবে নির্মাণ করছে। জনসাধারণের অসুবিধার বিষয়গুলো তুলে ধরার জন্য আলোকিত চট্টগ্রামের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

জেএন/এসআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!