আরও ১৩ জনের শরীরে করোনার ভারতীয় ধরন শনাক্ত

করোনাভাইরাসের ভারতীয় ধরন শনাক্ত হয়েছে আরো ১৩ জনের শরীরে। এ নিয়ে মোট ২০ জনের দেহে এ ধরন শনাক্ত হয়েছে।

এদের মধ্যে ৭ জন ভারতফেরত নন। তারা স্থানীয়ভাবেই আক্রান্ত হয়েছেন। এই ভ্যারিয়েন্ট ইতোমধ্যে স্থানীয়ভাবে ছড়াতে শুরু করেছে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

শনিবার (২৯ মে) বিষয়টি নিশ্চিত করে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরিন বলেন, ‘এমন সাত জনের শরীরের ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে যারা ভারতে যাননি। স্থানীয়দের মধ্যে ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়াতে শুরু করেছে।’

গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটায় (জিআইএসএআইডি) এ তথ্য শেয়ার করেছে আইইডিসিআর।

আক্রান্তদের মধ্যে সাত জনই চাঁপাইনবাবগঞ্জের। ওই জেলায় সোমবার পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।

গত ৮ মে ভারত থেকে আসা দুই জনের শরীরে প্রথম করোনার ভারতীয় বি.১.৬১৭ ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। এখনো পর্যন্ত ৫০টি দেশে ছড়িয়েছে এ ভ্যারিয়েন্ট।

এর আগের করোনার যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলের ধরন শনাক্ত হয় বাংলাদেশে। ভারতীয় ভ্যারিয়েন্ট চতুর্থ ধরন হিসেবে শনাক্ত হয় দেশে।

আলোকিত চট্টগ্রাম

 

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!