আনোয়ারায় মৎস্যপল্লীতে হঠাৎ আগুন, পৌনে ২ কোটি টাকার ক্ষতি

আনোয়ারার একটি মৎস্যপল্লীতে আগুন লেগে প্রায় পৌনে ২ কোটি টাকার ক্ষতি হয়েছে।

সোমবার (১৫ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের উঠান মাঝির ঘাটে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঘাটের খালেদার বাপের বাসা থেকে আগুনের সূত্রপাত হয় ।

আরও পড়ুন : বারবার আগুন দেওয়ার পরও ফিরে আসা পারিয়ালপাড়ার ক্ষেত্রপাল বিগ্রহ

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘাটে কাজ করার সময় একটি বাসা থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। এসময় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

ক্ষতিগ্রস্ত এনাম জানান, আগুনে আমার তিনটি দোকান পুড়ে গেছে। এছাড়া প্রায় ৮০টি বাসা ও ৮টি দোকান পুড়েছে। এতে প্রায় পৌনে ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বিষয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের কর্তব্যরত অফিসার তানভীর হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, আজ দুপুর ১টা ২০মিনিটের দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষয়ক্ষতির বিষয়ে এখনও কিছু বলা যাচ্ছে না।

আনোয়ারা উপজেলা পরিষদ চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী বলেন, আগুনের খবর পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের সহায়তা দেওয়া হবে।

কাঞ্চন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!