আনোয়ারায় ধরা খেল জেসি ফুড

আনোয়ারায় ওজন স্কেলের লাইসেন্স ও বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় জেসি ফুড প্রোডাক্টস লিমিটেড নামের এক আটা তৈরির প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেল ৫টায় উপজেলার কালাবিবির দিঘির মোড় এলাকায় প্রতিষ্ঠানের কারখানায় এ অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মুমিন। এসময় উপস্থিত ছিলেন বিএসটিআই কর্মকর্তারা।

আরও পড়ুন : চট্টগ্রামে এবার ধরা খেল রয়েল বাংলা সুইটস

জানা যায়, অভিযানে ওজন স্কেলের লাইসেন্স এবং বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ অনুযায়ী ৪০ হাজার টাকা অথর্দণ্ড করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মুমিম বলেন, ওজন স্কেলের লাইসেন্স ও বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় জেসি ফুডকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করতে সতর্ক করা হয়েছে।

কাঞ্চন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!