৭২ ঘণ্টা—করোনা শনাক্তে ‘হঠাৎ’ গতি, ‘ডজনে’ বাড়ছে মৃত্যু

সর্বশেষ ৭২ ঘণ্টায় দেশে ঊর্ধ্বগতির ধারায় রয়েছে করোনা শনাক্তের সংখ্যা। এই তিনদিনে বেড়েছে করোনা রোগীর মৃত্যুও।

সোমবার (২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে মারা গেছেন ২৪৬ জন করোনা রোগী। যা আগেরদিন ছিল (১ আগস্ট) ২৩১ জন এবং তার আগের দিন (৩১ জুলাই) ছিল ২১৮ জন।

আরও পড়ুন: চট্টগ্রামের এক ল্যাবে একদিনেই করোনা মিলল ৯২ শতাংশ নমুনায়

অন্যদিকে সোমবার স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১৫ হাজার ৯৮৯ জনের। আগেরদিন (১ আগস্ট) ছিল ১৪ হাজার ৮৪৪ জন এবং তার আগের দিন (৩১ জুলাই) ছিল নয় হাজার ৩৬৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত মোট ২১ হাজার ১৬২ জন করোনা রোগী মারা গেছেন। অন্যদিকে সরকারি হিসাবে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট ১২ লাখ ৮০ হাজার ৩১৭ জনের নমুনায়।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্তের খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর

জেডএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!