মিরসরাইয়ে অভিযান চালিয়ে ৫ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর।
সোমবার (৪ অক্টোবর) উপজেলার সাহেরখালী ইউনিয়নের স্লুইস গেট এলাকা থেকে এসব জাল উদ্ধার করা হয়। পরে জালগুলো আগুনে পুড়িয়ে ফেলা হয়।
আরও পড়ুন: ২২ দিন সাগরে যেতে পারবে না জেলেরা, ইলিশ ধরা মানা
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা নাসিম আল মাহমুদ জানান, আগামী ২২ দিন সাগরে মাছ ধরা বন্ধ। গোপন সংবাদে সাহেরখালী স্লুইস গেট এলাকায় অভিযান চালালে ৫ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করে ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে ফেলা হয়। নির্দেশনা বাস্তবায়নে এ অভিযান অব্যাহত থাকবে।
আজিজ/আরবি