রাতের আগুনে পুড়ে ছাই বসতঘর, ১০ লাখ টাকার ক্ষতি

মিরসরাইয়ে পুড়ে ছাই হয়ে গেছে জাফর আহম্মদ প্রকাশ জাফর মিস্ত্রির ৬ কক্ষের বসতঘর। এতে ক্ষতি হয়েছে ১০ লাখ টাকা।

বুধবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার সময় উপজেলার হিঙ্গুলি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে স্থানীয়রা এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ভাঙা সড়কের কারণে ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয় মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মীদের।

আরও পড়ুন: রাতের আঁধারে ইউপি কার্যালয়ে আগুন, চেয়ারম্যানের দাবি ‘পরিকল্পিত’

জাফর মিস্ত্রির স্ত্রী শাহিনুর আক্তার জানান, বুধবার রাত পৌনে ১২টার সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে আমাদের ৬ কক্ষের বসতঘর, নগদ ৫ লাখ টাকা, আসবাবপত্র, ৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রায় দশ লাখ টাকার ক্ষতি হয়েছে।

মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি আলোকিত চট্টগ্রামকে বলেন, রাত ১২টায় ৯৯৯-এ কল পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে। তবে সড়ক ভাঙা থাকার কারণে ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।

আজিজ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!