সীতাকুণ্ডে জিতলেন দিলশাদ—রওশন

সীতাকুণ্ডে জেলা পরিষদ নির্বাচনে পুনরায় সদস্য নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আ ম ম দিলশাদ।

সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে আ ম ম দিলশাদ অটোরিকশা প্রতীকে পান ৭৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শওকতুল আলম হাতি প্রতীকে পান ৬৬ ভোট।

আরও পড়ুন: সীতাকুণ্ডে গণমাধ্যমকর্মী উন্নয়নকর্মী শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে ইপসার অ্যাডভোকেসি সভা

এদিকে একই আসনে সংরক্ষিত মহিলা আসনে নির্বাচিত হয়েছেন রওশন আরা বেগম। তিনি হরিণ প্রতীকে পান ১৫০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইয়াসমিন আক্তার কাকলী বই প্রতীকে পান ১৪৪ ভোট।

নির্বাচনে দায়িত্বরত প্রিসাইডিং অফিসার সীতাকুণ্ড যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহ আলম এসব তথ্য নিশ্চিত করে বলেন, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ১৪৪ ভোটের মধ্যে ১৪৩টি ভোট পড়েছে।

Yakub Group
এসএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!