সীতাকুণ্ডে গণমাধ্যমকর্মী উন্নয়নকর্মী শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে ইপসার অ্যাডভোকেসি সভা

সীতাকুণ্ডে এক্সেসিবিলিটি বিষয়ে অ্যাডভোকেসি সভা করেছে ইপসা।

বুধবার (১২ অক্টোবর) বীর মুক্তিযোদ্ধা একেএম মফিজুর রহমান মিলনায়তনে এ আয়োজনে সহায়তা করে হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল-হিউমেনিটি অ্যান্ড ইনক্লুশন এবং এপনিক ফাউন্ডেশন। এতে অংশ নেন গণমাধ্যমকর্মী, উন্নয়নকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

আরও পড়ুন : সীতাকুণ্ডে নানা উন্নয়ন—চট্টগ্রামের শ্রেষ্ঠ ইউএনও শাহাদাত হোসেন

ইপসার প্রোগ্রাম ম্যানেজার নেওয়াজ মাহমুদের পরিচালনায় অনলাইনে যুক্ত হয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য তৈরি ইন্টারনেট ব্যবহারের মৌলিক ধারণা বিষয়ে বক্তব্য রাখেন ইপসার প্রোগ্রাম ম্যানেজার ভাস্কর ভট্টাচার্য। বিভিন্ন নির্দেশনামূলক বক্তব্য রাখেন ইপসার ওয়েব মাস্টার আবদুল্লাহ আল সাকির। আলোকপাত করেন হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনালের প্রজেক্ট ম্যানেজার নজরুল ইসলাম।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফুন নেছা বেগমের সভাপতিত্বে এবং রেডিও সাগর গিরির স্টেশন ইনচার্জ সঞ্জয় চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা শহিদ ভূইয়া, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা তাজমেরী খাতুন।

এসএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!