দুদকের জালে ধরা পড়েছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলীর স্ত্রী নবতারা নূপুর।
রোববার (১৩ জুন) বিকালে অবৈধ সম্পদ অর্জন ও দখল করার দায়ে স্বামীসহ তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। দুদক সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ উপপরিচালক মো. হাফিজুল ইসলাম বাদি হয়ে মামলাটি করেন।
মামলায় অভিযুক্তরা হলেন- বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী এসএমএ আজিম (৫৬) ও তার স্ত্রী মোছাম্মদ নবতারা নূপুর (৪৭)। তারা নগরের বন্দর থানার উত্তর মধ্যম হালিশহর রশিদা ম্যানশনের বাসিন্দা। বর্তমানে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয়ের পূর্তকর্ম বিভাগের পরিচালক হিসেবে কর্মরত আছেন প্রকৌশলী এসএমএ আজিম ।
দুদক সূত্রে জানা গেছে, নবতারা নূপুরের নামে ৯৪ লাখ ২৮ হাজার ১৭২ টাকার অবৈধ সম্পদের খোঁজ পেয়েছে দুদক। এছাড়া তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারা ও মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪ (২) ধারা ও দণ্ডবিধি ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।
আলোকিত চট্টগ্রাম