ষোলশহর—চান্দগাঁওয়ে খাবার বিতরণ করলেন আ জ ম নাছির
নিম্ন আয়ের পাঁচ শতাধিক মানুষের মুখে খাবার তুলে দিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী আ জ ম নাছির রোববার (১ আগস্ট) রান্না করা এ প্যাকেট খাবার সরবরাহ করেন। পূর্ব ষোলশহর ওয়ার্ডের বহদ্দারহাট মোড় এবং চান্দগাঁও ওয়ার্ডের সিঅ্যান্ডবি মোড় এলাকার পাঁচ শতাধিক মানুষের মাঝে এ প্যাকেট খাবার বিতরণ করা হয়। আ জ ম নাছিরের পক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ এ খাবার বিতরণ কর্মসূচি তদারকি করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগ নেতা মো. ইসা, চান্দগাঁও ওয়ার্ড আওয়ামী লীগের আহ্ববায়ক নূর মোহাম্মদ নূরু, পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শামসুল আলম, চান্দগাঁও ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দিন খালেদ, নগর স্বেচ্ছাসেবকলীগ নেতা আবদুর রশিদ লোকমান, আবুল কালাম কন্ট্রাক্টর, হুমায়ুন কবীর, আবু সাইয়িদ, হেলাল ও মো. খসরু।
আলোকিত চট্টগ্রাম