বঙ্গবন্ধুর আদর্শে উন্নত-সমৃদ্ধ ও অসম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তোলার শপথ করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিকেলে জাতীয় মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ শপথ বাক্য পাঠ করান। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ আয়োজন করা হয়।
চট্টগ্রামসহ দেশের ৮টি বিভাগীয় শহরে ও বিভিন্ন প্রান্তে সর্বস্তরের শ্রেণি-পেশার মানুষ সমবেত হয়ে ডিজিটাল মাধ্যমে প্রধানমন্ত্রীর সঙ্গে শপথ বাক্য পাঠ করেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর নজরে এসেছে౼চাকরিটা এবার পেয়ে যাবে আছপিয়া সত্যি
নগরের এমএ আজিজ স্টেডিয়ামের ভেতরে-বাইরে প্রায় ১৫ হাজার মানুষ এ শপথ বাক্য পাঠে অংশ নেন। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের ইউনিফর্ম ও নাম সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে শপথ বাক্য পাঠে অংশ নেয়।
শপথগ্রহণ অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, পেশাজীবী, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সদস্য, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, নারী, কৃষক, শ্রমিক, ছাত্র-ছাত্রীসহ সমাজের সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
এদিকে নগরের প্যারেড মাঠে চট্টগ্রাম সিটি করপোরেশন একই সময়ে শপথ অনুষ্ঠানের আয়োজন করে। এতে মেয়র রেজাউল করিম চৌধুরীসহ প্রায় ৪ হাজার মানুষ শপথ নেন।
আরবি