অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়ার শপথ করালেন প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধুর আদর্শে উন্নত-সমৃদ্ধ ও অসম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তোলার শপথ করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিকেলে জাতীয় মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ শপথ বাক্য পাঠ করান। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ আয়োজন করা হয়।

চট্টগ্রামসহ দেশের ৮টি বিভাগীয় শহরে ও বিভিন্ন প্রান্তে সর্বস্তরের শ্রেণি-পেশার মানুষ সমবেত হয়ে ডিজিটাল মাধ্যমে প্রধানমন্ত্রীর সঙ্গে শপথ বাক্য পাঠ করেন।

এম এ আজিজ স্টেডিয়ামে শপথ পাঠে অংশগ্রহণকারীরা

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর নজরে এসেছে౼চাকরিটা এবার পেয়ে যাবে আছপিয়া সত্যি

নগরের এমএ আজিজ স্টেডিয়ামের ভেতরে-বাইরে প্রায় ১৫ হাজার মানুষ এ শপথ বাক্য পাঠে অংশ নেন। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের ইউনিফর্ম ও নাম সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে শপথ বাক্য পাঠে অংশ নেয়।

শপথগ্রহণ অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, পেশাজীবী, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সদস্য, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, নারী, কৃষক, শ্রমিক, ছাত্র-ছাত্রীসহ সমাজের সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

প্যারেড মাঠে আয়োজিত শপথ অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা

এদিকে নগরের প্যারেড মাঠে চট্টগ্রাম সিটি করপোরেশন একই সময়ে শপথ অনুষ্ঠানের আয়োজন করে। এতে মেয়র রেজাউল করিম চৌধুরীসহ প্রায় ৪ হাজার মানুষ শপথ নেন।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!