লাইসেন্স ছাড়াই পানি বেচছে সদরঘাটের এইচ কে ফুড বেভারেজ

বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া পানি উৎপাদন ও বিক্রি করায় নগরের সদরঘাটের এইচ কে ফুড এন্ড বেভারেজকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আফরোজের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

আরও পড়ুন: দূষিত রুমে তৈরি হচ্ছিল ‘বিশুদ্ধ পানি’ ইভান ড্রিংকিং, অনুমোদনও নেই

জানা গেছে, বিএসটিআইয়ের অনুমতি ছাড়া পানি উৎপাদন করে বিক্রি করে আসছিল এইচ কে ফুড এন্ড বেভারেজ। এ পানি মানবদেহের জন্য  ক্ষতিকর। তাদের পানির মান খারাপ হওয়ার বিষয়টি ভোক্তারা বিভিন্ন সময় অভিযোগ করে আসছিলেন। ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে এইচ কে ফুড এন্ড বেভারেজকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে বিএসটিআই চট্টগ্রামের ফিল্ড অফিসার মো. শহীদুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আফরোজ আলোকিত চট্টগামকে বলেন, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করেছি। অভিযানে এইচ কে ফুড এন্ড বেভারেজকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Yakub Group

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm