রাঙ্গুনিয়ায় উপজেলার লালানগর ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আার্থিক সহায়তা দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। হোছনাবাদ লালানগর উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও সাবেক ছাত্রনেতা সিরাজুল করিম বিপ্লবের মাধ্যমে তিনি এ সহায়তা করেন।
শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবারের মাঝে নগদ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।
আরও পড়ুন: ৫০০ অসহায় মানুষকে খাবার দিলেন মুক্তিযোদ্ধা আখতার উদ্দিন
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সুধাংশু বিমল নাথ, ইউপি সদস্য মো. আইয়ুব আলী, আওয়ামী লীগ নেতা দুলাল কান্তি নাথ, মো. শামসুল আলম, ডালিম কুমার নাথ, মো. নুরুন্নবী, আবদুস সোবহান, মো. কাশেম, মো. নুরুল হক, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ হোসেন চৌধুরী ও যুবলীগ নেতা নুরুল ইসলাম।
প্রসঙ্গত, ২৬ আগস্ট বেলা ১২টায় উপজেলার লালানগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড মকবুল সওদাগরের বাড়িতে অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
আরবি