‘বুড়ো’ অ্যান্ডারসনের মুকুটে আরেকটি পালক

আরেকটি পালক যোগ হয়েছে জেমস অ্যান্ডারসনের মুকুটে। বয়স যে আসলে একটি সংখ্যা সেটা আবারো প্রমাণ করলেন এ ‘বুড়ো’ সিংহ।

সতীর্থ অ্যালিস্টার কুকের সঙ্গে টেস্টে ইংল্যান্ডের হয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডের খাতায় অ্যান্ডারসনের নামটি যোগ হয়েছে বুধবার (২ জুন)।

তিন বছর আগে অ্যালিস্টার কুক অবসর নিলেও এখনো খেলা চালিয়ে যাচ্ছেন ৩৮ বছর বয়সী ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। নিজের ১৬১তম টেস্ট ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নেমেই রেকর্ড ছুঁয়ে ফেলেন তিনি।

২০০৩ সালে জিম্বাবুয়ের বিরুদ্ধে অভিষেক হওয়া এ পেসার দেড় যুগের ক্যারিয়ারে হয়েছেন ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেটশিকারি বোলার। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৬১৫ বার ব্যাটসম্যানরা তার সুইংয়ে ঘায়েল হয়েছেন।

শুধু তাই নয়, পেসারদের মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও তার। দ্বিতীয়তে আছেন উইন্ডিজ তারকা কার্টলি ওয়ালশ (১৩২ ম্যাচ)।

গ্লেন ম্যাকগ্রাকে (৫৬৩ উইকেট) ছাড়িয়ে পেসারদের মধ্যে টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারিও তিনি। ৬০০ উইকেটের মাইলফলক টপকানো একমাত্র পেসার অ্যান্ডারসন।

আগামী ১০ জুন মাঠে নামলে অ্যান্ডারসন ছাড়িয়ে যাবেন সাবেক ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুককে।

তথ্যসূত্র : ক্রিকইনফো।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!