বাসা থেকে উদ্ধার হলো তরুণী, র্যাবের জালে ৪ ধর্ষক
পোশাকশিল্পে চাকরি ও বিয়ের প্রলোভনে এক তরুণীকে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় ৪ ধর্ষককে আটক করেছে র্যাব-৭ ।
মঙ্গলবার (১৫ জুন) নগরের বাকলিয়া নতুন ব্রিজ সেল সেন্টারের সামনের একটি বাসা থেকে অভিযুক্তদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৭ এর সহকারী পরিচালক মিডিয়া মো. নুরুল আবছার।
আটককৃতরা হলেন- বাঁশখালী থানার ছনুয়া মধুখালী ইউনিয়নের আমজাদ আলীর বাড়ির মোহাম্মদ আলীর ছেলে মো. জসিম উদ্দিন (২৭)। একই এলাকার ইজ্জত আলীর ছেলে মো. নুরুল আজিম (২৮), কোতোয়ালি থানার পাথরঘাটা আশরাফ আলী রোডের ফরিদ আহমেদের ছেলে মো. জাবের আহাম্মদ (৪৮) এবং বাঁশখালী থানার পূর্ব চাম্বল ইউনিয়নের হায়দারি পাড়ার মো. আবু তাহেরের ছেলে মোহাম্মদ নবী (২২)।
র্যাব জানায়, গত ১৩ জুন ধর্ষণের শিকার নারীর বাবার অভিযোগের ভিত্তিতে নগরের বাকলিয়া থানার নতুন ব্রিজ সেল সেন্টারের সামনের একটি বাসায় অভিযানে ৪ ধর্ষক আটক এবং ভিকটিকমে উদ্ধার করা হয়। গ্রেফতার হওয়াদের বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
আরবি