নগরের বাকলিয়া থানার শাহ আমানত সেতু সংলগ্ন এলাকায় ভয়াবহ আগুনে অন্তত ২৫টি দোকান-ঘর পুড়ে ছাই হয়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সোমবার (২১ জুন) সকালে এ ঘটনা ঘটে। তবে কীভাবে আগুনের সূত্রপাত এ বিষয়ে কিছুই জানা যায়নি।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জানে আলম বলেন, ‘বাকলিয়ায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে সকাল ৭টার দিকে দুটি ইউনিটের মোট চারটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে ২৫টি দোকানঘর পুড়ে গেছে। বেশিরভাগ দোকানেই আম বিক্রি করা হতো।’ আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি এখনো নিরুপন করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
আলোকিত চট্টগ্রাম