ফেনসিডিল—গাঁজা সবই ছিল প্রাইভেটকারে

প্রাইভেটকারে বিশেষ কায়দায় ফেনসিডিল ও গাঁজা পাচারের সময় এক যুবককে আটক করেছে র‌্যাব। এ সময় তার কাছ থেকে ৩৫৬ বোতল ফেনসিডিল, ৬ কেজি গাঁজা এবং ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।

শনিবার (৮ জানুয়ারি) মিরসরাই বাজার ফুটওভার ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মো. জাবেদ (২৫) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার নেতারা এলাকার মো. ইসমাইল মিয়ার ছেলে।

আরও পড়ুন: ফেনসিডিল রেখে যাবজ্জীবন জেলে থাকতে হবে দুই নারীসহ ৩ জনকে

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সিনিয়র পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার আলোকিত চট্টগ্রামকে বলেন, প্রাইভেটকারে কুমিল্লা থেকে বিপুল পরিমাণ মাদক চট্টগ্রামের দিকে আসছে— এমন তথ্যে মিরসরাই বাজার এলাকায় চেকপোস্ট স্থাপন করে তল্লাশির সময় এক যুবককে আটক করি। পরে প্রাইভেটকারে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৩৫৬ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, আটক যুবক দীর্ঘদিন ধরে কুমিল্লা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছিলেন। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এএইচ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!