দিনরাত মদ বিক্রি করতো এরা, ২০০ লিটার মদসহ নারী-পুরুষ আটক

নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের রেজু বরইতলি থেকে ২০০ লিটার চোলাই মদসহ দুজনকে আটক করেছে পুলিশ

মঙ্গলবার (৭ সেপ্টম্বর) ভোরে স্থানীয় শর্মী বড়ুয়ার বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আরও পড়ুন: বাবা মদ বেচেন—ছেলে গাঁজা

আটকরা হলেন- বরইতলি এলাকার সজল বড়ুয়ার স্ত্রী শর্মী বড়ুয়া (৩১) ও মমপুচিং তংচংগ্যার ছেলে পুমংলা তংচংগ্যা।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে।

বলরাম/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm