নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের রেজু বরইতলি থেকে ২০০ লিটার চোলাই মদসহ দুজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ সেপ্টম্বর) ভোরে স্থানীয় শর্মী বড়ুয়ার বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আরও পড়ুন: বাবা মদ বেচেন—ছেলে গাঁজা
আটকরা হলেন- বরইতলি এলাকার সজল বড়ুয়ার স্ত্রী শর্মী বড়ুয়া (৩১) ও মমপুচিং তংচংগ্যার ছেলে পুমংলা তংচংগ্যা।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে।
বলরাম/আরবি