‘ভয়’—৩ মৃত্যুর দিনে শনাক্তের চূড়ায় চট্টগ্রামে করোনা

চট্টগ্রামে ‘ভয়’ ধরিয়েছে করোনা। একদিনে করোনা কেড়ে নিয়েছে ৩ প্রাণ। আবার এ সময়ে শনাক্তও ছুঁয়েছে চূড়া।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৩৪৮ জন। মৃত্যু হয়েছে তিনজনের। মারা যাওয়া সবাই উপজেলার বাসিন্দা।

সর্বশেষ ২৪ ঘণ্টায় আক্রান্তের ৯১৯ জন নগরের এবং ৪২৯ জন উপজেলার বাসিন্দা। শনাক্তের হার ৩৬.৫৪ শতাংশ।

আগের দিন শনাক্তের সংখ্যা ছিল ৯৮৯ শতাংশ। শনাক্তের হার ছিল ৩৯.৯৫ শতাংশ।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের পাঠানো প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

আরও পড়ুন: চট্টগ্রামে সুনামি গতির করোনায় নতুন রেকর্ড

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১২ ল্যাবে ৩ হাজার ৬৮৯টি নমুনা পরীক্ষা হয়। এরমধ্যে শেভরনে ৯২২ নমুনায় ৩০১ জন, বিআইটিআইডিতে ৫১৯ নমুনায় ২৩৫ জন, ইম্পেরিয়ালে ৩৬৬ নমুনায় ১০৪ জন, ইপিক হেলথ কেয়ারে ৩৫৯ নমুনায় ১৯৩ জন, এন্টিজেন টেস্টে ৩১২ নমুনায় ১০২ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজে ২৯৩ নমুনায় ১৩৮ জন, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ২৭৬ নমুনায় ৬৬ জন, মেডিকেল সেন্টার হাসপাতালে ২৩০ নমুনায় ২৯ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সাইন্সেস হাসপাতালে ১৪২ নমুনায় ৬৪ জন, মেট্রোপলিটন হাসপাতালে ১২৩ নমুনায় ৬০ জন, এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ১১৯ নমুনায় ৪০ জন এবং আরটিআরএলে ২৮ নমুনায় ১৬ জনের দেহে এ জীবাণু পাওয়া যায়।

তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, কক্সবাজার মেডিকেল কলেজ, ল্যাবএইড এবং শাহ আমানত বিমানবন্দরে এদিন কোনো নমুনা পরীক্ষা হয়নি।

উপজেলার মধ্যে ফটিকছড়ি ৫৯ জন, হাটহাজারী ৫০ জন, রাঙ্গুনিয়া ৪১ জন, মিরসরাই ৪০ জন, রাউজান ৪০ জন, পটিয়া ৩৮ জন, বোয়ালখালী ৩৪ জন, আনোয়ারা ৩০ জন, চন্দনাইশ ২১ জন, লোহাগাড়া ১৮ জন, সীতাকুণ্ড ১৭ জন, সাতকানিয়া ১৬ জন, বাঁশখালী ১৩ জন এবং সন্দ্বীপ ১২ জন আক্রান্ত হয়েছেন।

আরও পড়ুন: ‘সুখবর’—ব্রিটেনে উঠে যাচ্ছে মাস্কের বিধিনিষেধ, ১১ মার্চ থেকে করোনামুক্ত হবে ভারত!

এ পর্যন্ত আক্রান্ত ১ লাখ ১৩ হাজার ৪৬০ জন। এরমধ্যে ৮২ হাজার ৭৮০ জন নগর এবং ৩০ হাজার ৬৮০ জন উপজেলার বাসিন্দা।

মোট মৃত্যু ১ হাজার ৩৪৬। এর ৭২৮ জন নগর এবং ৬১৮ জন উপজেলার বাসিন্দা।

ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!