চট্টগ্রামে সুনামি গতির করোনায় নতুন রেকর্ড

চট্টগ্রামে সুনামি গতিতে এগিয়ে চলেছে করোনা। এবার করোনা শনাক্তে চট্টগ্রামে হলো নতুন রেকর্ড। তবে শনাক্তের রেকর্ডের দিনে মারা যায়নি কোনো করোনা রোগী।

সর্বশেষ ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৫৫ পরীক্ষায় ১ হাজার ২৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৮ দশমিক ৬৫ শতাংশ।

এর আগের দিন ২ হাজার ৪২৩ নমুনায় শনাক্তের সংখ্যা ছিল ৭০৪। শনাক্তের হার ছিল ২৯.০৫ শতাংশ।

আরও পড়ুন: ‘ওমিক্রন’ আঘাতের তৃতীয় দিনে ভাঙল চট্টগ্রামে মৃত্যুর রেকর্ড

গত শুক্রবার ৩ হাজার ৮০ নমুনায় ১ হাজার ১৭ জনের দেহে পাওয়া গিয়েছিল করোনাভাইরাস। শনাক্তের হার ছিল ৩০.০১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ৮২২ জন নগর এবং ২০৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

রোববার (২৩ জানুয়ারি) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এদিন ৯ ল্যাবে করোনার নমুনা পরীক্ষা হয়। এরমধ্যে বিআইটিআইডিতে ৭৩৭ নমুনায় ২৪৩ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৩২২ নমুনায় ১৪৫ জন, শেভরনে ৪৭৩ নমুনায় ১২৪ জন, ইম্পেরিয়াল হাসপাতালে ২৮৩ নমুনায় ৮৭ জন, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ২৭৭ নমুনায় ৮৬ জন, আরটিআরএলে ৪০ নমুনায় ২৭ জন, মেডিকেল সেন্টার হাসপাতালে ৩৫ নমুনায় ২০ জন, ইপিক হেলথ কেয়ারে ৪৮১ নমুনায় ২৯০ জন, ল্যাবএইডে ৭ নমুনায় ৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়।

এদিন কারো অ্যান্টিজেন পরীক্ষা করা হয়নি।

এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, ল্যাবএইড, মেট্রোপলিটন হাসপাতাল, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল, শাহ আমানত বিমানবন্দর এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে কোনো নমুনা পরীক্ষা হয়নি।

আরও পড়ুন: ‘সুখবর’—ব্রিটেনে উঠে যাচ্ছে মাস্কের বিধিনিষেধ, ১১ মার্চ থেকে করোনামুক্ত হবে ভারত!

উপজেলায় আক্রান্তদের মধ্যে লোহাগাড়া ১১ জন, সাতকানিয়া ১৫ জন, বাঁশখালী ৭ জন, আনোয়ারা ৩০ জন, চন্দনাইশ ৮ জন, পটিয়া ১১ জন, বোয়ালখালী ১৭ জন, রাউজান ২৭ জন, রাঙ্গুনিয়া ১৩ জন, হাটহাজারী ১৯ জন, ফটিকছড়ি ১৩ জন, সীতাকুণ্ড ১৪ জন, মিরসরাই ১৫ এবং সন্দ্বীপে ৪ জন।

তবে কর্ণফুলী উপজেলায় নতুন করে কোনো করোনা রোগী পাওয়া যায়নি।

চট্টগ্রামে মোট আক্রান্ত ১ লাখ ৯ হাজার ৩৯৩ জন। যাদের ৮১ হাজার ১৮৪ জন নগর এবং ২৯ হাজার ৯৩৯ জন উপজেলার বাসিন্দা।

মোট মৃত্যু ১ হাজার ৩৪৩ জন। যাদের ৭২৮ জন নগর ও ৬১৫ জন উপজেলার বাসিন্দা।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!