চট্টগ্রামে করোনা : শনাক্তের ‘দারুণ’ সাফল্যেও মৃত্যুর যন্ত্রণা

চট্টগ্রামে করোনায় দারুণ সাফল্য এসেছে শনাক্তে। তবে এ সফলতার মাঝেও এসেছে মৃত্যুর যন্ত্রণা। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৫২৬ নমুনা পরীক্ষায় ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

শনাক্তের হার মাত্র ০.৬৬ শতাংশ। তবে শনাক্তের এ সাফল্যেও যন্ত্রণা নিয়ে এসেছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে মারা গেছেন আরও এক করোনা রোগী।

বুধবার (১৩ অক্টোবর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এদিন চট্টগ্রামের ১০টি ল্যাবে  নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৬ জনের নমুনা পরীক্ষায় ২ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৫৪০ জনের নমুনা পরীক্ষায় ৪ জনের করোনা শনাক্ত হয়।

আরও পড়ুন: করোনা : চট্টগ্রামে আবারও মৃত্যুর যন্ত্রণা, শনাক্ত দ্বিগুণেরও বেশি

এছাড়া মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৩৯ জনের নমুনা পরীক্ষায় ১ জন, জেনারেল হাসপাতালের আরটিআরএল ল্যাবে ৭ জনের নমুনা পরীক্ষায় ২ জন এবং ইপিক হেলথ কেয়ার ল্যাবে ১২ জনের নমুনা পরীক্ষায় ১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়।

আবার চমেক ল্যাবে ৫৩ জনের, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৭৯ জনের, শেভরণ ল্যাবে ৫৭১ জনের, মেডিক্যাল সেন্টার ল্যাবে ৫ জনের, ল্যাব এইডে ৩ জনের এবং কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে ১ জনের নমুনা পরীক্ষা করা হয়। তবে কারো শরীরে করোনা পাওয়া যায়নি।

২৪ ঘণ্টায় মারা যাওয়া একজন উপজেলার বাসিন্দা। একই সময়ে আক্রান্ত ১০ জনের মধ্যে ৭ জন নগরের এবং ৩ জন উপজেলার বাসিন্দা।

এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm