চট্টগ্রামে করোনা : নগর-গ্রামে সমান শনাক্ত, মৃত্যুও

একদিন আগেও গ্রামে করোনা শনাক্ত ছিল ‘শূন্য’। তবে গত ২৪ ঘণ্টায় এ ধারাবাহিকতা ধরে রাখা যায়নি।

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হয়েছেন ৪ জন। এর মধ্যে ২ জন নগরের বাসিন্দা এবং ২ জন গ্রামের। তবে এ সময়ে নগর-গ্রাম কোথাও করোনায় কারো মৃত্যু হয়নি।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

আরও পড়ুন: চট্টগ্রামে করোনা : ‘ওমিক্রন’ শঙ্কার মাঝেও সাহস দিচ্ছে ‘মৃত্যুশূন্য’ দিনের ধারাবাহিকতা

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ১ হাজার ৭১৯ জনের নমুনা পরীক্ষায় ৪ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়।

পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ০.২৩ শতাংশ। এর মধ্যে ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ২ জন এবং ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ২ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

এ নিয়ে চট্টগ্রামে শনাক্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ২ হাজার ৪৪৫ জন। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ১ হাজার ৩৩১ জন।

এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm