চট্টগ্রামে করোনা : ‘ওমিক্রন’ শঙ্কার মাঝেও সাহস দিচ্ছে ‘মৃত্যুশূন্য’ দিনের ধারাবাহিকতা

‘ওমিক্রন’ শঙ্কায় কাঁপছে বিশ্ব। তবে এ শঙ্কার মাঝেও সাহস দিচ্ছে ‘মৃত্যুশূন্য’ দিনের ধারাবাহিকতা। চট্টগ্রামে করোনায় মৃত্যুহীন দিনের ধারাবাহিকতা অটুট আছে। এক সপ্তাহেরও বেশি সময় মৃত্যুহীন দিন পার করে আসছে চট্টগ্রাম।

গত ২৪ ঘণ্টায়ও করোনায় কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে এসময়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩ জন। নমুনা পরীক্ষা করা হয়েছে ১ হাজার ৬৮৫ জনের। পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ০.১৮ শতাংশ। আক্রান্ত ৩ জনই নগরের বাসিন্দা।

আরও পড়ুন: চট্টগ্রামে শীতের তীব্রতার সঙ্গে বাড়ছে করোনার প্রকোপ

বুধবার (৮ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় শেভরন হাসপাতাল ল্যাবে ১ জন এবং ইপিক হেলথ কেয়ার ল্যাবে ২ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

সবমিলিয়ে চট্টগ্রামে শনাক্তের সংখ্যা এক লাখ দুই হাজার ৪৪১ জন। এ পর্যন্ত করোনায় মারা গেছেন এক হাজার ৩৩১ জন।

এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!