চট্টগ্রামে লাগামহীন করোনা, একসঙ্গে বাড়ছে মৃত্যু ও শনাক্তের হার

চট্টগ্রামে একদিনের ব্যবধানে একসঙ্গে বেড়েছে করোনা শনাক্ত, করোনা রোগীর মৃত্যু ও করোনা শনাক্তের হার।

শুক্রবার (২৩ জুলাই) সিভিল সার্জন কার্যালয় জানায়, আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১ হাজার ২৬২ নমুনা পরীক্ষায় ৪৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৩৭ জন নগরের এবং ২১৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এদিন চট্টগ্রামে করোনা শনাক্তের হার ছিল ৩৫ দশমিক ৭৪ শতাংশ। একইসময়ে মারা গেছেন নগরের ৬ জন করোনা রোগী।

চট্টগ্রামে এ নিয়ে মৃত্যু হয়েছে ৮৬৮ জন করোনা আক্রান্ত রোগীর। অন্যদিকে এখন পর্যন্ত চট্টগ্রামের মোট ৭৪ হাজার ২৬১ নমুনায় করোনা শনাক্ত হয়েছে।

এরআগে বৃহস্পতিবার (২২ জুলাই) আগের ২৪ ঘণ্টায় ৪২৮ জন করোনা শনাক্ত, ২ জন করোনা রোগীর মৃত্যু ও ২৫ দশমিক ৭৭ শতাংশ নমুনায় করোনা শনাক্তের খবর জানিয়েছিল চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়।

Yakub Group

আরও পড়ুন: কঠোর বিধিনিষেধ : ৭ ‘নিষেধাজ্ঞা’, ছাড় ৮ খাতে, ৯ নির্দেশনা

শুক্রবার সিভিল সার্জন কার্যালয় আরও জানায়, আগের ২৪ ঘণ্টায় বিআইটিআইডি ল্যাবে ৬৮০ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় ১৯৪ জনের।

চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে পরীক্ষা করা হয় ১৫৪ নমুনা। এতে করোনা শনাক্ত হয় ৮৩ জনের।

এছাড়া চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে ৬৮ নমুনা পরীক্ষায় ২৬ জন, এন্টিজেন টেস্টে ১৬৫ নমুনা পরীক্ষায় ৫৯ জন, শেভরনে ১৩৭ নমুনা পরীক্ষায় ৫৫ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৩৩ নমুনা পরীক্ষায় ২৪ জন ও চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আরটিআরএল ল্যাবে ২৫ নমুনা পরীক্ষায় ১০ জনের করোনা শনাক্ত হয়।

সর্বশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা শনাক্তদের মধ্যে লোহাগাড়ার ৭ জন, সাতকানিয়ার ১১ জন, বাঁশখালীর ৬ জন, চন্দনাইশের ৩০ জন, পটিয়ার ৬ জন, বোয়ালখালীর ১০ জন, রাঙ্গুনিয়ার ৩ জন, রাউজানের ১১ জন, ফটিকছড়ির ৬৩ জন, হাটহাজারীর ২৯ জন, সীতাকুণ্ডের ১০ জন, মিরসরাইয়ের ১৪ জন ও সন্দ্বীপের বাসিন্দা রয়েছেন ১৪ জন।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্তের খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর

জেডএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!