‘কপালে চোখ’—করোনায় চট্টগ্রামে ‘মৃত্যুতে’ হঠাৎ বড় লাফ

করোনায় চট্টগ্রামে হঠাৎ বাড়ল মৃত্যু। একদিন আগেও যেখানে মৃতের সংখ্যা ছিল ৪ জন, সেটা এক লাফে ঠেকেছে ১০ জনে!

শনিবার চট্টগ্রাম নগরে কোনো করোনা রোগীর মৃত্যু না হলেও রোববার একসঙ্গে ৬ জনের মৃত্যু হয়েছে। অপরদিকে বিভিন্ন উপজেলার বাসিন্দা মারা গেছেন ৪ জন।

আরও পড়ুন: ‘করোনায় উত্তরেই মৃত্যুকূপ’, শীর্ষে হাটহাজারী—রাউজান—সীতাকুণ্ড

সোমবার (৩০ আগস্ট) সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৪২ নমুনা পরীক্ষায় ১৪৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ১৩ দশমিক ৮১ শতাংশ। নতুন শনাক্তদের মধ্যে ৯৪ জন মহানগর এলাকায় এবং ৫০ জন বিভিন্ন উপজেলা বাসিন্দা।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১১৪ নমুনা পরীক্ষায় ৩২ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ২৮৫ নমুনা পরীক্ষায় ১৯ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৬২ নমুনা পরীক্ষায় ২৩ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে।

এছাড়া শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৯৪ নমুনা পরীক্ষায় ১ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১৩ নমুনা পরীক্ষায় ৩ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরি (আরটিআরএল) ল্যাবে ৮ নমুনা পরীক্ষায় ২ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৯২ নমুনা পরীক্ষায় ২৫ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১২৬ নমুনা পরীক্ষায় ১৭ জন, এন্টিজেন টেস্টে ১১৪ নমুনা পরীক্ষায় ১৩ জনের দেহে করোনার জীবাণু পাওয়া যায়।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, করোনায় চট্টগ্রামে সংক্রমণের হার নিম্নগামী হলেও এখনও শঙ্কামুক্ত নয়।

চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৯৯ হাজার ১৩৫ জন। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মারা গেছের ১ হাজার ২২৫ জন।

এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!