চট্টগ্রামে করোনা : আশার আলো চারদিকে

চট্টগ্রামে কমছে করোনার নমুনা পরীক্ষা। দিন দিন কমছে শনাক্তের সংখ্যাও। এর চেয়ে বড় খবর চট্টগ্রাম থেকে দূর হয়েছে করোনায় মৃত্যুর আহাজারি। সবমিলিয়ে চট্টগ্রামে করোনায় চারদিকে শুধু আশার আলো।

গত ২৪ ঘণ্টায় ৮০৭ জনের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৩ জনের দেহে। পরীক্ষার তুলনায় শনাক্তের হার দশমিক ৩৭ শতাংশ। বৃহস্পতিবার (১০ মার্চ) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: চট্টগ্রামে করোনার গ্রাফে স্বস্তি

প্রতিবেদনে বলা হয়, বুধবার চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১৩টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে বিআইটিআইড ল্যাবে ২ জন এবং এন্টিজেন টেস্টে ১ জনের দেহে করোনা শনাক্ত হয়।

এদিনও চট্টগ্রামে করোনায় কেউ মারা যাননি। নতুন আক্রান্ত ২ জন নগরের ও ১ জন পটিয়া উপজেলার বাসিন্দা।

Yakub Group

এখন পর্যন্ত চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৫৭৪ জন। মোট মৃত্যু ১ হাজার ৩৬২।

এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।