রাঙ্গুনিয়া উপজেলার রাজারহাট ধামরাইহাট এলাকায় এলপি গ্যাস সিলিন্ডারবাহী পিকআপ ও ব্যাটারিচালিত রিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে রাজারহাট ধামাইরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
এদিকে এ ঘটনায় ৩ জনের আহত হওয়ার খবর পাওয়া গেলেও তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন: সংঘর্ষ হলো অটোরিকশা—পিকআপের, প্রাণ গেল ইমামের
প্রত্যক্ষদর্শীয় সূত্রে জানা গেছে, রাজারহাট ধামরাইহাট এলাকার গোলাম মোহাম্মদ জামে মসজিদের পাশে এলপি গ্যাস সিলিন্ডারবাহী পিকআপ ও ব্যাটারিচালিত রিকশার মুখোমুখি সংঘর্ষে হয়। এ সময় পিকআপটি উল্টে গিয়ে গ্যাস সিলিন্ডারগুলো আশপাশের রাস্তায় ছড়িয়ে পড়ে। তবে সৌভাগ্যবশত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ না হওয়ায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।