গভীর রাতে লাখ টাকার ইয়াবা নিয়ে ঘুরছিল দুই তরুণ, ধরল পুলিশ

নগরের জিইসি মোড় এলাকার ব্যাংক এশিয়ার সামনের রাস্তা থেকে ইয়াবাসহ দুই তরুণকে আটক করা হয়েছে।

বুধবার (৮ সেপ্টেম্বর) রাত ২ টায় তাদের আটক করে চকবাজার থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য তিন লাখ টাকা।

আরও পড়ুন: গাড়ির টায়ারে ভরে পাচার হচ্ছিল ৩০ হাজার ইয়াবা, চন্দনাইশে ধরা

আটকরা হলেন-মো. রহিম উল্ল্যাহ প্রকাশ কামাল (২৪) ও মো. জাহাঙ্গীর আলম (২৬)।

পুলিশ জানায়, আটকরা দীর্ঘদিন ধরে ইয়াবা বেচাবিক্রির কাজে জড়িত। মো. জাহাঙ্গীরের আলমের নামে থানায় একাধিক মামলা রয়েছে।

আরও পড়ুন: ছাত্রলীগ নেতার ‘ইয়াবা বাণিজ্য’—বাইকে চট্টগ্রামের ২ নেতা যাচ্ছিল ঢাকায়, পথেই ধরা

চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফেরদৌস জাহান আলোকিত চট্টগ্রামকে বলেন, বুধবার রাত ২টায় সন্দেহজনক চলাফেরার কারণে তাদের আটক করা হয়। এ সময় তল্লাশি করে একজনের কাছে থাকা ৬০০ পিস ও অন্যজনের কাছে থাকা ৪০০পিসসহ মোট ১ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এসব ইয়াবার বাজারমূল্য আনুমানিক তিন লাখ টাকা। আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!