গাড়ির টায়ারে ভরে পাচার হচ্ছিল ৩০ হাজার ইয়াবা, চন্দনাইশে ধরা

চন্দনাইশে গাড়ির টায়ারে ভরে পাচারের সময় ৩০ হাজার ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) ভোরের দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী পৌর এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় জব্দ করা হয়েছে পাচারের কাজে ব্যবহৃত ট্রাকটি।

আটকরা হলেন—চকরিয়ার চিরিঙ্গা উত্তর লেক্ষারচর এলাকার মো. কামাল হোসেনের ছেলে মো. নুরুল আজিম (৩১), একই থানার পাইশ্যাখালী এলাকার মোহাম্মদ করিমের ছেলে মো. রিদুয়ান (২০) এবং লোহাগাড়া থানার নেয়াজির পাড়া এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে মু. রুবেল (২৯)।

আরও পড়ুন: চট্টগ্রাম শহরে ইয়াবা বাণিজ্যের নেশার জালে জড়িয়ে ধরা পড়ল র‌্যাবের জালে

দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, টেকনাফ থেকে আসা একটি ট্রাকে তল্লাশি করে টায়ারের ভেতর বিশেষ কৌশলে রাখা ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় জড়িত তিনজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!