৩ কোটি টাকার ইয়াবাসহ মাদককারবারী আটক র‌্যাবের হাতে

টেকনাফের হ্নীলা জাদীমুরায় অটোরিকশা করে পাচারের সময় ১ লাখ পিস ইয়াবাসহ এক মাদককারবারীকে আটক করেছে র‌্যাব।

আটক মাদককারবারীর নাম মো. জাহেদ (৩৫)। সে হ্নীলা ফুলের ডেইল জাদিপাড়ার দক্ষিণ লেদার মৃত আলী মিয়ার ছেলে।

উদ্ধার করা ইয়াবার মূল্য ৩ কোটি টাকা বলে জানা গেছে।

আরও পড়ুন: অ্যাম্বুলেন্সে ইয়াবা—যাচ্ছিল ঢাকায়, সীতাকুণ্ডে ধরল র‌্যাব

র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অ্যান্ড অপারেশন্স) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, বুধবার (১ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে র‌্যাব-১৫ এর (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। কিছু মাদককারবারী জাদিমোরা ওমরখাল ব্রিজের ওপর মাদক বেচাকেনা করবে খবর পেলে সেখানে অবস্থান নেয় সদস্যরা। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে গেলেও আটক হন জাহেদ। পরে অটোরিকশার যাত্রী সিটের নিচে অভিনব কায়দায় রাখা ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদক পাচারে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়।

এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দ করা ইয়াবা ও অটোরিকশাসহ আটক মাদককারবারীকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বলরাম/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!