কক্সবাজারে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে খুন হয়েছে কক্সবাজার পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নুর মোহাম্মদ মাঝুর ছেলে সেজান (২০)।
সোমবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে কক্সবাজার শহরের বইল্ল্যাপাড়া বৌদ্ধ বিহার কম্পাউন্ডে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তাহের, রাজু, শাহীন, অভিসহ কয়েকজন মিলে সেজানকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে খোরশেদ আলম নামের এক যুবক সেজানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: ‘কিশোর গ্যাং’ লিডার—অস্ত্র নিয়ে ধরা খেল পুলিশের হাতে
নিহত সেজানের মা জানান, সোমবার সকালে সেজানকে কয়েকজন কিশোর বাড়ি থেকে নিয়ে যায়। এর আগের রাতে কয়েকজনের ছেলের সঙ্গে সেজানের তর্ক হয়েছিল। এরপর বেলা ১২ টার দিকে ছেলেকে খুন করার খবর আসে।
সেজানকে উদ্ধারকারী খোরশেদ আলম জানান, কক্সবাজার শহরের অগ্মমেধা বৌদ্ধ বিহার এলাকায় গেইম খেলার সময় এ খুনের ঘটনা ঘটে।
এদিকে কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনীর উল গিয়াস ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আরও পড়ুন: শহর দাপিয়ে বেড়াচ্ছে ‘টপ—টেন’ গ্যাং লিডার
তিনি জানান, ঘটনার ক্লু উদঘাটন করে খুনিদের দ্রুত আইনের আওতায় আনা হবে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। উদ্ধারকারী খোরশেদ আলমকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।
বলরাম/আরবি