চট্টগ্রামে থামছে না করোনায় মৃত্যুর মিছিল। প্রতিদিনই মৃত্যু হচ্ছে করোনায়। সর্বশেষ ২৪ ঘণ্টায়ও চট্টগ্রামে মারা গেছেন আরও এক করোনা রোগী। আগের দিনও একজনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে চট্টগ্রামে করোনায় মারা গেছেন ১ হাজার ৩২০ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪ জন। পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ০.১৯ শতাংশ। শনাক্তদের মধ্যে তিনজন নগরের এবং একজন রাউজান উপজেলার বাসিন্দা। সবমিলিয়ে চট্টগ্রামে শনাক্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ১৬৩ জন।
আরও পড়ুন: ‘ভয়’—চট্টগ্রামে করোনায় আবার মৃত্যু
সোমবার (২৫ অক্টোবর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১১টি ল্যাবে ২ হাজার ২০ জনের নমুনা পরীক্ষা করা হয়।
এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাব, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাব, ইম্পেরিয়াল হাসপাতাল ও ইপিক হেলথ কেয়ার ল্যাবে ১ জন করে মোট ৪ জনের করোনা শনাক্ত হয়।