‘ভয়’—চট্টগ্রামে করোনায় আবার মৃত্যু

চট্টগ্রামে করোনায় আবার আঘাত হেনেছে মৃত্যু্। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও এক করোনা রোগী। অথচ আগের দিন মৃত্যুহীন দিন কাটিয়েছিল চট্টগ্রাম। এ নিয়ে চট্টগ্রামে করোনায় মারা গেছেন ১ হাজার ৩১৯ জন।

এদিকে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪ জন। পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ০.৪ শতাংশ। শনাক্তদের মধ্যে একজন নগরের এবং তিনজন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

আগের দিন অবশ্য ১০ জনের আক্রান্ত হওয়ার খবর এসেছিল। সবমিলিয়ে চট্টগ্রামে শনাক্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ১৫৯ জন।

আরও পড়ুন: চট্টগ্রাম : করোনায় আরও এক দারুণ দিন

রোববার (২৪ অক্টোবর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ৯৯১ জনের নমুনা পরীক্ষা করা হয়।

এর মধ্যে ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১ জন, অ্যান্টিজেন টেস্টে ২ জন ও শেভরন হাসপাতাল ল্যাবে ১ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!