নগরে একে একে বেরিয়ে আসছে নামিদামি রেস্টুরেন্টগুলোর ভেতরের চিত্র। কাচ্চিডাইন, কুটুমবাড়ি, কেনটাকীর পর এবার ধরা খেল মোমিন রোডের মোগল বিরিয়ানী হাউজ।
নোংরা পরিবেশ, মেয়াদবিহীন পণ্য ব্যবহার করে খাবার তৈরি ও কর্মচারীদের স্বাস্থ্য সনদ না থাকায় মোগল বিরিয়ানী হাউজকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২ মার্চ) সকালে নগরের মোমিন রোডে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।
আরও পড়ুন: ধরা খেল জামালখানের গ্র্যান্ড সিকদার রেস্টুরেন্ট, পচা-বাসি খাবারের আড়ত
চসিক জানায়, অভিযানে নোংরা পরিবেশে মেয়াদবিহীন পণ্যে খাবার তৈরি ও পরিবেশন করায় মোগল বিরিয়ানী হাউজকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা করে।
প্রসঙ্গত, গত ৬ ফেব্রুয়ারি চকবাজার এলাকার কাচ্চিডাইনকে ১ লাখ টাকা, ৮ ফেব্রুয়ারি চকবাজারের কুটুমবাড়ী রেস্তোরাঁকে ৭০ হাজার টাকা এবং ২৩ ফেব্রুয়ারি সকালে অলংকার মোড়ের কুটুমবাড়ী রেস্তোরাঁকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
আরবি