আড়াই হাজার ইয়াবা রাখা রোহিঙ্গা রফিকের ৬ বছরের জেল

নগরের কোতোয়ালী থানার মাদক মামলায় মো. রফিক নামের মিয়ানমারের এক নাগরিককে ছয় বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (১৪ নভেম্বর) দুপুরে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন।

সাজাপ্রাপ্ত মো. রফিক কক্সবাজার টেকনাফ থানার লেদা রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লক ৩২৯ নম্বর রুমের বাসিন্দা।

আরও পড়ুন: বাকলিয়ায় ৩ হাজার ইয়াবাসহ যুবক ধরা, প্রাইভেটকার জব্দ

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৮ জানুয়ারি কোতোয়ালী থানার লালদীঘির পূর্ব পাড়ে প্রাইম ব্যাংকের সামনে থেকে ২ হাজার ৫০০ পিস ইয়াবাসহ রফিককে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক সিরাজুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা করেন। এরপর ২০২০ সালের ৩ নভেম্বর চার্জগঠন করে ছয় জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।

আদালতের বেঞ্চ সহকারী ফুয়াদ আলোকিত চট্টগ্রামকে বলেন, মাদক মামলায় মিয়ানমারের এক নাগরিককে ছয় বছরের সশ্রম কারাদণ্ড, অনাদায়ে ৫ হাজার টাকা জরিমানাসহ আরো ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

এএইচ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!