শপিং ব্যাগে ছিল সাড়ে ৩ কোটি টাকার মাদক, মারমা যুবক আটক

রাঙ্গুনিয়ায় প্রায় সাড়ে ৩ কোটি টাকা মূল্যের ৩ কেজি ৪৫০ গ্রাম আফিমসহ এক যুবককে আটক করা হয়েছে।

রোববার (৩১ অক্টোবর) দুপুরে থানার দশ মাইল এলাকা থেকে তাকে আটক করে র‌্যাব-৭।

আটক যুবকের নাম বাবু মারমা (২০)। তিনি বান্দরবান জেলার সদর থানার তংজংগাপাড়ার মৃত মংছোর ছেলে।

আরও পড়ুন: ১০ হাজার টাকা মুচলেকায় জামিন নিলেন নাসির—তামিমা

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান, মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে রাঙ্গুনিয়া থানার দশ মাইল এলাকায় এক যুবক অবস্থান করছে- এমন খবরে অভিযান চালানো হয়। এসময় তার সঙ্গে থাকা একটি শপিং ব্যাগের ভেতর থেকে ৩ কেজি ৪৫০ গ্রাম আফিম জব্দ করা হয়। এ আফিমের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৪৫ লাখ টাকা।

তিনি আরও জানান, বাবু মারমা দীর্ঘদিন ধরে বান্দরবান পার্বত্য জেলা থেকে মাদক সংগ্রহ করে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করতেন। তাকে রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!