আয়কর রিটার্ন౼জমা দেওয়ার সময় বাড়ল ১ মাস

এক মাস বাড়ানো হয়েছে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়। প্রতিবছর ৩০ নভেম্বর রিটার্ন দাখিলের শেষ সময় হলেও গতবছরের মতো এবারও ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন এনবিআর পরিচালক (জনসংযোগ) সৈয়দ এ. মু’মেন।

আরও পড়ুন : আগুন লাগল আগ্রাবাদ আয়কর ভবনে, পুড়ে ছাই গাড়ি

করোনা মহামারির কারণে গত দুবছর ধরে আয়কর মেলা হচ্ছে না। তাই দেশের ৩১টি কর অঞ্চলে মেলার আদলে বুথ করে আয়কর রিটার্ন জমা নেওয়া হচ্ছে। গতবছরও এক মাস সময় বাড়ানো হয়। সেই ধারাবাহিকতায় এবারও বাড়ানো হয়েছে সময়।

তবে কিছুদিন আগেও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আয়কর রিটার্ন জমা দেওয়া সময়সীমা না বাড়ানোর বিষয়ে কঠোর ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ব্যবসায়ী ও ব্যক্তি করদাতাদের কথা চিন্তা করে সময় বাড়ানো হয়েছে।

দেশে প্রায় ৭০ লাখ মানুষের কর শনাক্তকারী নম্বর (টিআইএন) থাকলেও অর্ধেকের বেশি মানুষ রিটার্ন জমা দেন না।

তবে মঙ্গলবার রিটার্ন জমা দেওয়ার শেষ দিনে আগ্রাবাদের সিডিএতে চারটি কর অঞ্চলে মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!