নগরের বায়েজিদে ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
সোমবার (১ নভেম্বর) দুপুর দেড়টার দিকে বায়েজিদ এলাকার শেরশাহ বাংলাবাজার লিংক রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম শামসুল আলম নাম বলে জানায় পুলিশ।
আরও পড়ুন: মুখোমুখি সংঘর্ষ—অটোরিকশার ধাক্কায় বাইক আরোহী যুবক নিহত
এদিকে দুর্ঘটনার পর ট্রাক চালক শাহীনকে আটক ও ট্রাকটি জব্দ করা হয়েছে।
যোগাযোগ করা হলে বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান আলোকিত চট্টগ্রামকে বলেন, বায়েজিদের শেরশাহ বাংলাবাজার লিং রোড এলাকায় ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, এ ঘটনায় ট্রাক চালককে আটক করে ট্রাকটি জব্দ করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।