নগরের বাকলিয়া থেকে এক ধর্ষককে আটক করা হয়েছে। এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. জুয়েল প্রকাশ ঝুটন (২৩) নামের ওই যুবককে আটক করা হয়।
রোববার (২১ নভেম্বর) বিকাল ৫টার দিকে তক্তারপুল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে বাকলিয়া থানা পুলিশ। আটক ঝুটন কুমিল্লার ভাংগুরা বাজার থানার সোনাকান্দা এলাকার মো. মুসলিম মিয়ার ছেলে।
আরও পড়ুন: ধর্ষণের শিকার ধর্ষণ মামলার সাক্ষী—বায়েজিদে আটক ২ ধর্ষক
বাকলিয়া থানার উপপরিদর্শক আবুল কালাম আলোকিত চট্টগ্রামকে বলেন, গত রোববার বিকালে বাকলিয়া তক্তারপুল মনসুর কলোনির ২ নম্বর বাসায় এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায় জুয়েল। ভিকটিমের অভিযোগের পর তাকে আটক করা হয়।
তিনি আরও বলেন, ভিকটিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বাকলিয়া থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
এএইচ/আরবি