অস্ত্র-ইয়াবা-আইস সবই ছিল যুবকের কাছে

কক্সবাজারের টেকনাফ থেকে ১১ হাজার ইয়াবা, ৮০০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, দুটি রাইফেল, ১৩ রাউন্ড তাজা কার্তুজসহ এক যুবককে আটক করা হয়েছে। র‌্যাব ও ডিএনসি যৌথ অভিযান চালিয়ে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেচুয়াপ্রাং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) রাতে এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। আটক যুবক হলেন- ওই এলাকার মো. জামালের ছেলে আলমগীর (২২)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা মুকুল এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন: আত্মসমর্পণ করা জলদস্যু খুন—মাটির নিচে ছিল দেশি-বিদেশি অস্ত্র-গুলি, আটক ৩

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা ইউনিয়নের লেচুয়াপ্রাং এলাকায় জামালের বসতবাড়িতে র্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ দল অভিযান চালায়।

এ সময় ১১ হাজার পিস ইয়াবা, ৮০০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, দুটি দেশি রাইফেল, ১৩ রাউন্ড তাজা কার্তুজ ও ৪টি ধারালো কিরিচসহ এক যুবককে আটক করতে সক্ষম হয়। উদ্ধার করা ইয়াবা, আইস, অস্ত্র, কার্তুজসহ আটক যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!