করোনা থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় টিকা বা ভ্যাকসিন। ভ্যাকসিনই পারে করোনার সংক্রমণ ও মৃত্যু ঠেকাতে।
তবে কোন টিকাটি বেশি সুরক্ষা দেবে তা নিয়ে রয়েছে নানা জল্পনা। সম্প্রতি বিজ্ঞান জার্নাল নেচারে এক রিপোর্টে জানানো হয়, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড নিলে আজীবন করোনা থেকে সুরক্ষা পাওয়া যাবে।
এ দাবি খোদ অক্সফোর্ড ও সুইজারল্যান্ডের গবেষকদের।
গবেষণায় বলা হয়, ভাইরাস-ধ্বংসকারী অ্যান্টিবডি তৈরি ছাড়াও ভ্যাকসিনটি সার্চ-অ্যান্ড-ডেসট্রয় টি-সেলকে প্রস্তুত করে। এ যেন দেহের ভেতরেই টি-সেলের ‘প্রশিক্ষণ শিবির’। তাই এটি ভবিষ্যতে নতুন ভেরিয়েন্টের ভাইরাসের বিরুদ্ধেও সমান কার্যকর হবে। অর্থাৎ অ্যান্টিবডি শেষ হওয়ার অনেক পরও শরীরে এই গুরুত্বপূর্ণ কোষগুলো তৈরি হতে থাকবে, সম্ভবত সারাজীবন।
সুইজারল্যান্ডের ক্যান্টোনাল হাসপাতালের গবেষক বুখার্ড লুডউইগ বলেন, এ সেলুলার প্রশিক্ষণ শিবিরগুলো থেকে যে টি-কোষগুলো আসে তাদের মধ্যে খুব উচ্চ স্তরের ‘ফিটনেস’ থাকছে। ফলে ভবিষ্যতে ভাইরাস থেকে এটি সুরক্ষা দিবে।
অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনটি কোভিশিল্ড নামে পরিচিত।
আলোকিত চট্টগ্রাম