৭৫—এ বিদায় অভিনেত্রী শর্মিলা আহমেদ

বাংলা সিনেমা ও নাটকের বরেণ্য অভিনেত্রী শর্মিলী আহমেদ (৭৫) আর নেই। শুক্রবার (৮ জুলাই) সকালে তিনি মারা গেছেন।

টিভি নাটকের সংগঠন অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম গণমাধ্যমকে জানান, শর্মিলী আহমেদ ক্যান্সারে আক্রান্ত ছিলেন। শুক্রবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার মৃত্যু হয়। তবে তার জানাজা ও শেষ শ্রদ্ধার ব্যাপারে এখনো চূড়ান্ত তথ্য পাওয়া যায়নি।

জানা গেছে, শুক্রবার ভোরে শর্মিলী আহমেদের শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর তাকে উত্তরার বাসা থেকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিনেমা ও নাটক দুভুবনে দীর্ঘদিন ধরে অভিনয় করেছেন শর্মিলী আহমেদ। বিশেষ করে মায়ের ভূমিকায় তিনি নন্দিত। তার আসল নাম মাজেদা মল্লিক।

১৯৬২ সালে রেডিওতে অভিনয়ের মধ্যদিয়ে শুরু হয়েছিল শর্মিলী আহমেদের ক্যারিয়ার। ১৯৬৪ সালে তিনি প্রথম সিনেমায় অভিনয় করেন। তাকে মায়ের ভূমিকায় সর্বপ্রথম দেখা গিয়েছিল ১৯৭৬ সালে মোহাম্মদ মহসিন পরিচালিত ‘আগুন’ নাটকে।

এসআই/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!