কালো টেপে শরীরে ৩৪ স্বর্ণের বার লুকিয়ে রেখেছিল দুবাই থেকে আসা যুবক

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার এরাবিয়া ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে ৩৪টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

বুধবার (১ জুন) সকালে শারজাহ থেকে ফ্লাইটটি চট্টগ্রাম এলে গোপন সংবাদে এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়। এসময় আটক করা হয় যাত্রী সাইফুল ইসলাম। তিনি লোহাগাড়ার বাসিন্দা।

আরও পড়ুন: ২৮ স্বর্ণের বার নিয়ে বিমানবন্দরে ধরা খেল জেদ্দার যাত্রী

এ বিষয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ (বুধবার) শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিপ্তরের একটি ইউনিট সকালে দুবাই থেকে আসা এয়ার এরাবিয়ার ফ্লাইটে এক যাত্রীর শরীরে কালো স্কচ টেপে মোড়ানো অবস্থায় ৩৪টি স্বর্ণের বার উদ্ধার করে। এরপর ওই যাত্রীকে আটক করা হয়। আটক যাত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

টিবি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!