সরে গেল নগর ছাত্রলীগের ২ নেতার বহিষ্কার

প্রত্যাহার করা হয়েছে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের দুই নেতার বহিষ্কারাদেশ। বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া ওই দুই নেতা হলেন— চট্টগ্রাম মহানগর শাখা ছাত্রলীগের সহসভাপতি মিথুন মল্লিক ও যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহেদ রাসেল।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া দুই ছাত্রলীগ নেতাই চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী।

আরও পড়ুন: এক বছরের বহিষ্কার—দাপট দেখিয়ে ৩৫ দিনেই পরীক্ষা দিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজে

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের এক সিদ্ধান্ত মোতাবেক চট্টগ্রাম মহানগর শাখা ছাত্রলীগের সহসভাপতি মিথুন মল্লিক ও যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহেদ রাসেলের উপর আরোপিত সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো।

উল্লেখ্য, এর আগে গত ১৭ ফেব্রুয়ারি হাজী মুহাম্মদ মহসিন কলেজসহ কয়েকটি ইউনিটের পাল্টা কমিটি দেওয়ায় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে নগর ছাত্রলীগের সহসভাপতি মিথুন মল্লিক ও যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহেদ রাসেলকে বহিষ্কার করা হয়।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!