২১ ফেব্রুয়ারি, শোকের দিন—শক্তিরও

আজ ২১ ফেব্রুয়ারি, শোকের দিন; শক্তির দিন। গৌরবের অম্লান স্মৃতি নিয়ে বাঙালির জীবনে ফের ফিরে এলো অমর একুশে ফেব্রুয়ারি।

একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অমর একুশের ঐতিহাসিক গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…’ গানের সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা পুষ্পস্তবক অর্পণ করেন। ভাষাশহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁরা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

এদিকে চট্টগ্রামে একুশের প্রথম প্রহরে মিউনিসিপ্যাল স্কুল ও কলেজ মাঠের অস্থায়ী শহীদ মিনারের সামনে সশস্ত্র অভিবাদন জানায় সিএমপির একটি চৌকস দল।

প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরী। এরপর বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম, সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়, ডিআইজি নূরে আলম মিনা এবং জেলা প্রশাসক (ডিসি) আবুল বাশার মো. ফখরুজ্জামান ফুলেল শ্রদ্ধা জানান।

এদিকে দলের নেতা-কর্মীদের নিয়ে ভাষাশহীদদের শ্রদ্ধা জানান চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন এবং সাবেক সংসদ সদস্য নোমান আল মাহমুদ।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!