হাসপাতালে কাতরাচ্ছে ১৮২, শত আহত ঘরে ফিরলেও—না ফেরার দেশে ৪৫

সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ৪৫ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল, পার্কভিউ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৮২ জন।

রোববার (৫ জুন) রাত ৮টা ৪০ মিনিটে চট্টগ্রাম সিভিল সার্জন কন্ট্রোল রুম থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

আরও পড়ুন : হাসপাতালে রোগীর গলা থেকে চেইন চুরি করে ধরা খেল নারী

সিভিল সার্জন সূত্রে জানা গেছে, শনিবার রাত থেকে এখন পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ ৪৫ জনের মৃত্যু হয়েছে। চমেক হাসপাতাল, পার্কভিউ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ১৮২ জন।

এছাড়া চমেক ও পার্কভিউ হাসপাতাল থেকে ঢাকায় রেফার করা হয়েছে ১২ রোগীকে। প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন ১০০ জনেরও বেশি রোগী।

এএইচ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!